Friday, January 26, 2007

ঘটনা

ঘটনা তাইলে ঘইটাই গেল । আসলে আধ খেচড়া কোন কিছুই ভলো না । ঘুটুর ঘুটুর করতেছিল বছর দশ যাবৎ । এইবার নিজমূর্তি ধারণ করলো । মডেল শ্যামদেশের কাছা কাছি । আসলে এত খবরাখবর কি দরকার ? কি থাকে মিডিয়াতে ? কি দরকার কে কারে মারছে জানার বা কে আমারে মারছে সেটা মাইনসেরে জানানোর ? মাইর খাইছেন , ভালো কথা । সেইটা মিডিয়ায় দিয়া প্যানিক সৃষ্টি করার দরকার কি ? আপনার বাসায় মলম নাই ? না থাকলে নিকটতম প্রতিবেশীর কাছে যান । না পাইলে খালি হাতে ডলা দেন । কাম হয় না ? মরেন ? বাইচাই যে থাকতে হইবো এমন কোন কথা আছে ?

1 comment:

সাধক শঙ্কু said...

পরিস্থিতি আরো জটিল হইতাছে । সবাইরে ধরে মাগার জামাতরে ধরে না ।