Friday, January 26, 2007

জলপাই মামাগো সাফল্যগাঁথা

যুগে যুগে জলপাই মামারা আসেন মিশন নিয়া ।তাদের মতো সুচারু ভাবে আইজ পর্যন্ত কেউ উদ্দেশ্য হাসিল করতে পারে নাই । তাদের টার্গেট গুলা দেখা যাক :
১. শিক্ষা প্রতিষ্ঠাণ ধ্বংস

২. কারখানা বন্ধ কইরা লোহা-লক্করের দামে সেল
৩. দূর্নীতির সামাজিকিকরণ
৪. জনগনের প্রতিবাদ করার রাস্তা বন্ধ করা
এই পর্যন্ত বাংলাদেশে ১৫ বছর সরাসরি জলপাই শাসন গেছে । এই ১৫ বছরে তারা তাদের মিশনে সম্পূর্ণ সফল । অর্থনৈতিক অবকাঠামো এমন ভাবে ল্যাংড়া করছে যে ক্রাচ নিয়াও আর উইঠা দাড়ানো সম্ভব মনে হয় না । শিক্ষা প্রতিষ্ঠাণ মারা গেছে ১৯৯০ এর মধ্যেই । টেকাওলা গো কাছে প্রাইভেট ভার্সিটিরে যুক্তিসঙ্গত কইরা তোলা সম্ভব হইছে । শিক্ষিত মানুষরে রাজনীতি বিমুখ করার ব্যাপারেও পুরা সফল আর তাতে প্রধান ভুমিকা পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয় ধ্বংশ । পিটাইয়া শ্রমিক আন্দোলনের মাজা ভাইঙ্গা দেওয়া হইছে । মানে পুরানা ধারার শ্রমিক আন্দোলনের । ট্রেড ইউনিয়ন শব্দটারে গালিতে পরিণত করছে । রক্ত চুইষ্যা খাওয়ারে লোকে আর পাপ মনে করে না । বহু লোকেই এখন মনে করে উপনিবেশ বিরোধী আন্দোলন একটা ছাগলামী ছিল , কিংবা "দুনিয়া এখন বদলাইয়া গেছেগা", জ্ঞান এবং মৌলিক গবেষণা থিকা সবচাইতে মেধাবী ছাত্রদের নিরুৎসাহিত করা , হিপহপ ধার্মিক জেনারেশন তৈরী করা , ভুলেও জানি কেউ দেশের ভিতরে বিনিয়োগ করার চিন্তা না করে তার বাস্তবতা তৈরী করা, উচ্চশিক্ষায় জানি কোনরকমে বেয়াদব গরীবরা না আসে তার জন্যে পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যায় বাড়ানো এবং সমান্তরালে বেহেড মাতাল তৈরীর কারখানা হিসাবে মাদ্রাসার বিস্তার, চাকরির টোপ দিয়া বুদ্ধিজীবি কেনা এবং পরে তাদের দিয়া ভুয়া তত্ত¡ বানাইয়া সেগুলা পরবর্তী অর্ধশিক্ষিত জেনারেশনরে খাওয়ানো এবং খাওয়াইয়া চিবিল চোচাইটি বানানো আর কত সাফল্যের কথা কমু ?